২০ বছর পর আজ গাজীপুরে আসছেন তারেক রহমান
প্রকাশিত : ০৮:৪৬, ২৭ জানুয়ারি ২০২৬
দীর্ঘ ২০ বছর পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে উজ্জীবিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যেই গাজীপুরের রাজবাড়ী মাঠে তারেক রহমানকে বরণের জন্য সবরকম প্রস্তুতি গ্রহণ করেছেন দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। সভামঞ্চ তৈরির পাশাপাশি জেলার বিভিন্ন পয়েন্টে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে নেওয়া হয়েছে প্রস্তুতি।
জনসভার সার্বিক প্রস্তুতি নিরাপত্তা নিশ্চিত এবং শৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে জেলা ও মহানগর বিএনপি ।
জনসভাকে সুশৃঙ্খল রাখতে গঠন করা হয়েছে নিরাপত্তা ও শৃঙ্খলা কমিটিসহ বেশ কিছু উপকমিটি। প্রতিটি কমিটিকে নিজ নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনসভাকে ঘিরে বিএনপি নেতাকর্মী মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ উদ্দিপনা তৈরি হয়েছে।
গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার বলেন, রাজবাড়ী মাঠের এই জনসমুদ্রে লাখ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করা। বিএনপি চেয়ারপারসন আগমন ও জনসভাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
তিনি বলেন, গাজীপুরের ৫টি আসনের নির্বাচন উপলক্ষ্যে এই জনসভা। এই জনসভাকে কেন্দ্র করে জেলা ও মহানগরের সর্বত্র একটি জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি রাজবাড়ী মাঠে ২ লক্ষাধিক লোকের সমাগম হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আইনশৃঙ্খলা কমিটি, ব্যবস্থাপনা কমিটি, আপ্যায়ন কমিটি, একটি মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তারেক রহমান যে সড়ক ব্যবহার করে প্রবেশ করবেন সে সড়কটি চৌরাস্তা শিবাবাড়ী হয়ে রাজবাড়ী মাঠ। এই রাস্তাটি যানজট মুক্ত রাখার জন্য আমাদের দলীয় স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের পক্ষ থেকেও সহযোগীতা থাকবে।
এএইচ
আরও পড়ুন










