ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যা

৪ আসামি গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ১৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.


সিলেট বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে এক ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় মামলা হয়েছেনিহত লিটুর বাবা খলিল উদ্দিন সোমবার রাতে বিয়ানীবাজার থানায় মামলাটি করেছেন।

পুলিশ সুত্রে জানা যায়, এ মামলায় সাতজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে এজহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে।

সোমবার দুপুরে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক পাভেল মাহমুদের অনুসারীদের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লবের সমর্থকদের সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর খালেদ আহমদ লিটুসহ পাভেলের পক্ষের কয়েকজন কলেজের একটি কক্ষে বসে ছিলেন। এ সময় কয়েকজন এসে তাদের দিকে গুলি করলে ঘটনা স্থালেই লিটু মারা যায়। ঘটনার পর ২২ জুলাই পর্যন্ত কলেজের শিক্ষা কার‌্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি