ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

মসজিদে বিস্ফোরণ

৫ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ১১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফুতুল্লার বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের মধ্যে এ পর্যন্ত ৩১ জনেরই মৃত্যু হয়েছে। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ৫ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। চিকিৎসকরা বলছেন, আহতদের সুস্থ করে তোলার সর্বোচ্চ চেষ্টা চলছে।

অগ্নিকান্ডে দগ্ধরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি রয়েছেন। যারা জীবিত রয়েছেন তাদের স্বজনরা বাইরে অপেক্ষা রয়েছেন। কোরিডোরে তাদের কান্নার রোল এখনও থামছে না। স্বজনদের সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন তারা। 

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, রোগীদের শারীরীক অবস্থা অপরির্বতিত। তবে শংকামুক্ত নয়। 

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, সবশেষ চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধদের মধ্যে ৩১ জন মারা গেছেন। ইতোমধ্যে একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তবে বাকি পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়াহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ভর্তির পর ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, ৩৭ মুসল্লিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবারই ডিপবার্ন রয়েছে। কেউ শঙ্কামুক্ত নন।

এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস একটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি ও জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গত সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা অফিসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি