ঢাকা, রবিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাজ্যের শতাধিক মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা

বিকুল চক্রবর্তী, লন্ডন থেকে

প্রকাশিত : ০৮:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের লন্ডনসহ ৪টি অঙ্গরাজ্যে সাড়ম্বরে শুরু হয়েছে দেবী দুর্গার ষষ্ঠী বিহিত পূজার্চনা।

লন্ডন সময় শনিবার রাতে দেবীর ষষ্ঠী বিহীত পূজা করা হয়। 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

যুক্তরাজ্য জুড়ে শতাধিক মণ্ডপে আয়োজন করা হয়েছে এ পূজাচনার। পূজার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে আয়োজন করা হয়েছে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। 

আগামী পহেলা অক্টাবর দেবীর দশমী বিহিত পূজার মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গা উৎসব। 

দেবী দুর্গা পৃথিবীর সকল অশুভ বিনাশ ঘটিয়ে দিয়ে যাবেন সুখ ও শান্তি, এমনটাই প্রত্যাশা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি