ঢাকা, রবিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজায় গণমাধ্যমে ছুটির দাবিতে তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে সরকার ষোষিত সাধারণ ছুটি গণমাধ্যমকর্মীদের জন্য কার্যকরের দাবিতে তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ।

রোববার (২৪ সেপ্টেম্বর ২০২৫) জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর সদস্য সচিব মো: মিয়া হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: মাহফুজ আলম এর দপ্তরে দেয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১ ও ২ অক্টোবর সরকার ঘোষিত ছুটি পালিত হবে। ষোষিত সাধারণ ছুটির সাথে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট চারদিন এ ছুটি কার্যকর হবে। অথচ গণমাধ্যমের সাংবাদিকরা একদিনও ছুটি পাচ্ছেন না।

স্মারকলিপিতে আরও বলা হয়, সাংবাদিকদের ছুটির বিষয়ে সরকারি কোন সিদ্ধান্ত না থাকায় গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছানুযায়ী ছুটি প্রদান থাকেন এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও প্রদান করেন না। এমতাবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্যদূর করে দুর্গাপূজা উপলক্ষে সরকার ঘোষিত ছুটির অংশ হিসেবে গণমাধ্যমে ২দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করার অনুরোধ করা হয়।

সেই সাথে ছুটির দিনে কোন গণমাধ্যমে বিশেষ ব্যবস্থায় কাজ করানো হলে দ্বিগুণ মজুরি নগদ প্রদান করার নির্দেশ প্রদান করতে উপদেষ্টার প্রতি আহবান জানানো হয়েছে।

এমআর/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি