ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মদিনায় ধর্ম প্রতিমন্ত্রী ও নানকের সৌজন্য সাক্ষাৎ

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২১

পবিত্র ওমরাহ পালনে আসা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সৌদি আরবের বাংলাদেশ হজ মিশন পরিদর্শনে আসা বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খানের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পবিত্র মদিনা মনোয়ারা হোটেল দার আল ইমান ইন্টার কন্টিনেন্টাল হোটেলে তাদের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবারের হজ্ব ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ও ভালোভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি উন্নত হলে বাংলাদেশ থেকে হজ যাত্রীদের সুযোগ দিতে পারে এই ব্যাপারে সৌদি সরকার খুব আন্তরিক।

এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী দিনে ধর্মপ্রাণ মুসলিমরা সুষ্ঠুভাবে পবিত্র হজ ও ওমরাহ পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন তিনি।

এই সময় আরও উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত হজ্ব কাউন্সিলর জহিরুল ইসলাম।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি