ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

মদিনায় চট্টগ্রামের লোহাগাড়ার মুছার মৃত্যু

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৮, ১০ নভেম্বর ২০২১

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা মনোয়ারা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ঘরে টিনের চাল খুলতে গিয়ে মুহাম্মদ মুছা নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৬ টার সময় তিনি মারা যান। মদিনা এয়ারপোর্টের কাছে আলুলাহ নামক জায়গায় কাজ করার সময় ঘরে টিনের চাল খুলতে গিয়ে এক তলা থেকে পড়ে মুহাম্মদ মুছা-(৪৫) সাথে সাথে মারা যান।

মদিনা-প্রবাসী মুহাম্মদ মুছা-চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন সদর ইউনিয়নের আধুনগর হাসমাহালের পূর্ব পার্শ্বে বায়তুলনুর পাড়ার জালাল আহমদের পুত্র। তার ৩ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে।

পরিবার ও নিজেকে পরিবর্তনের লক্ষে জীবিকার তাগিদে গত ৬ ফেব্রুয়ারী সৌদিতে আসেন মুছা। অনাকাঙ্ক্ষিত ভাবে দুর্ঘটনার শিকার হয়ে কাজ করার সময় তিনি মারা যান। বর্তমানে লাশ সৌদি আরবের মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি