ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

টেক্সাসে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ২৭ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউসটনে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগ।

টেক্সাসের মহারাজা সেন্টারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন এবং স্বাধীনতার অমর সৈনিকদের শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা। 

মোস্তফা হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন টেক্সাস আওয়ামী লীগের সভাপতি আবু নাছের জহির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেগি হালিম ও সাধারণ সম্পাদক বিনা মল্লিক, জুলফিকার খান, পারভেজ ফারুক, নাজিয়া সামাদ। 

অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর দেশ ভাবনা ও মানবতাবাদ’ শীর্ষক বক্তব্যে জাতির জনকের সংগ্রামী জীবন ও কারাজীবনের আলেখ্য তুলে ধরেন একুশে টিভির প্রধান বার্তা সম্পাদক ড. অখিল পোদ্দার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি