খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত
প্রকাশিত : ০৯:১৫, ৬ জুলাই ২০২৫ | আপডেট: ১০:৩২, ৬ জুলাই ২০২৫

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।
রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী। তারা হলেন—আশরাফুল আলম (৬০) ও নিহার (৪০)।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে হোটেল লা মেরিডিয়ানের কাছে রাস্তা পরিষ্কারের সময় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে আসা ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এএইচ
আরও পড়ুন