ঢাকা, বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার, নম্বর প্লেট ভুয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ১৭ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

ঢাকার আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির নিচ তলার পার্কিং থেকে হেলমেটসহ মোটরসাইকেলটি উদ্ধার করার তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।

তারা আরো জানিয়েছে, পাশের একটি ম্যানহোল থেকে মোটরসাইকেলের নম্বর প্লেট উদ্ধার করা হয়, তবে নম্বর প্লেটটি যাচাই করতে গিয়ে পুলিশ দেখেছে যে সেটি আসলে 'ভুয়া'।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেটটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

আট ব্যক্তির হাতবদল হয়ে হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের 'সহযোগী' মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয় বলে জানতে পেরেছে পুলিশ। মোটরসাইকেলের প্রকৃত মালিক শনাক্তে তদন্ত চলছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

যদিও মোটরসাইকেল মালিক সন্দেহে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি