ঢাকা, মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫

মিরপুরের আগুনে নিহত ১৬ জনের লাশ হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:২৪, ২০ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

মিরপুরের শিয়ালবাড়িতে তৈরি পোশাক কারখানা (আরএমজি) ও রাসায়নিক গুদামে লাগা আগুনে পুড়ে মারা যাওয়া ১৬ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) মর্গে লাশ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মুখলেছুর রহমান এ কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাব থেকে ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর লাশগুলো হস্তান্তর করা হয়।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে, তেজগাঁও উন্নয়ন সার্কেলের প্রকৌশলী মো. জাকির হোসেন দাফনের খরচের জন্য প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে এই সহায়তা করা হয়।

এর আগে গত ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে একটি রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন ঘটনাস্থলেই মারা যান। সেদিন রাতে মরদেহগুলো ঢামেকে নিয়ে আসা হয়।

এরপর ১৫ অক্টোবর ছয়টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ১৬ অক্টোবর অন্য ১০টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি