ঢাকা, বুধবার   ২৬ নভেম্বর ২০২৫

পরীক্ষা বর্জনের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২৬ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন না করায় পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দেলনরত পরীক্ষার্থীরা।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্ত জানান।

এ সময় তারা অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না দেওয়া, পুরোনো ও নতুন পরীক্ষার্থীর মধ্যে বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন–পীড়নের কারণে ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে। 

তাদের বক্তব্য, নতুন সময়সূচি না বদলানোয় অনেকেই বাস্তবে পরীক্ষায় অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। তাই বাধ্য হয়েই পরীক্ষা বর্জনের পথে হাঁটছেন।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থী ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে সাইফ মুরাদ বলেন, “দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও অনেকে বিষয়টি জানেন না। অনেক শিক্ষার্থী পরীক্ষা বর্জন করবেন। উপস্থিতি অস্বাভাবিকভাবে কম হলে আবারও পুনরায় পরীক্ষার দাবি উঠবে।”

তিনি জানান, গত ৩০ দিনে পিএসসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। এমনকি আন্দোলনের সময় ৪০–৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

সাইফ মুরাদ আরও বলেন, “আমরা কোনো রাজনৈতিক স্লোগান দিইনি। শুধু ন্যায্য প্রতিযোগিতার সুযোগ চেয়েছি। পুরোনো পরীক্ষার্থীরা তিন মাস আগে আরেকটি লিখিত পরীক্ষা দিয়েছেন, যেখানে নতুনদের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া অসম্ভব।” এ অবস্থাকে তিনি ‘বৈষম্যমূলক’ বলে উল্লেখ করেন।

আন্দোলনের শেষ দিকে রাস্তায় নামতে হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে স্বীকার করে তিনি ক্ষমাপ্রার্থনাও জানান।

অন্যদিকে সরকারি কর্মকমিশন (পিএসসি) জানিয়েছে, তাদের সিদ্ধান্ত অপরিবর্তিত। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শুরু হবে।

পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের আটটি কেন্দ্রে— ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। পদ–সংশ্লিষ্ট কিছু লিখিত পরীক্ষা শুধুমাত্র ঢাকায় নেওয়া হবে।

এমআর// 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি