ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

রূপালী ব্যাংকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, আটক ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ৩০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগে লিখিত পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করার অপরাধে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর মহিলা কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন খানশুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা চলে।

আটক পরীক্ষার্থীরা হলেন- বগুড়ার ওবায়দুর রহমান, যশোরের বাবলু রহমান, কুড়িগ্রামের আহসানুল কবীর, নড়াইলের আরিফ মলয় ও মাগুরার চঞ্চল কুমার।

মোশাররফ হোসেন খান বলেন, পরীক্ষায় আমরা মেটাল ডিটেক্টর ব্যবহার করেছিলাম। এ কারণে এই পাঁচজনকে ধরা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যাংক পরীক্ষায় আজীবন নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে।

পরীক্ষায় ৩২৮টি পদের বিপরীতে চার হাজার পরীক্ষার্থী অংশ নেন।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি