ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহাখালীতে অগ্নিকাণ্ড : ঢাকায় ইন্টারনেট সেবা ব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ২৬ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে টাওয়ারটিতে থাকা আন্তসংযোগ এক্সচেঞ্জ (আইসিএক্স) অপারেটরদের সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

একাধিক অপারেটর কর্তৃপক্ষ জানিয়েছে, মহাখালীর অগ্নিকাণ্ডের কারণে ইন্টারেনট সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে গ্রাহকেরা নিরবিচ্ছিন্ন ইন্টারেনট সেবা পাচ্ছেন না। এছাড়া রেলওয়ের উন্নয়ন কাজের জন্যও ফাইবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে গ্রাহকেরা ইন্টারেনট সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৮ মিনিটে খাজা টাওয়ারে আগুন লাগে। রাত সোয়া ৭টা নাগাদ সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি