ঢাকা, বুধবার   ২১ জানুয়ারি ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটি‘র বিশেষ প্রতিনিধি দলের সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ১ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৭:৫০, ১ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ডা: সামন্ত লাল সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি‘র বিশেষ প্রতিনিধি দল। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সাথে আজ সকালে সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে মুক্তিযুদ্ধে সম্মুখ সারিতে যুদ্ধের অভিজ্ঞতার আলোকে নিজের লেখা একটি বই মন্ত্রীকে উপহার দেন সোসাইটির চেয়ারম্যান। 

এসময় আরও উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান, কোষাধ্যক্ষ এম এ ছালাম, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. রোকেয়া সুলতানা, রাজিয়া সুলতানা লুনা, মোহাম্মদ আতিকুল হক শামীম, আরমা দত্ত, মহাসচিব কাজী শফিকুল আযম, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও প্রিন্সিপাল।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি