ঢাকা, বুধবার   ২১ জানুয়ারি ২০২৬

নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে বেরোবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৭, ১৩ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী ঢাকার বানানীস্থ মন্ত্রীর বাসভবনে এই কুশল বিনিময় হয়। 

এ সময় ভিসি হাসিবুর রশীদ নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় সম্পর্কে জানতে চান। ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় মন্ত্রীকে অবহিত করেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা শুনে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এ সময় মন্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) পূর্বে একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তাঁকে পূর্ণমন্ত্রী করে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রেখেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি