ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

জিকা ভাইরাস নিয়ে আতংকিত হবার কিছু নেইঃ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮:২৫, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:২৫, ৯ ফেব্রুয়ারি ২০১৬

hmজিকা ভাইরাস নিয়ে আতংকিত হবার কিছু নেই বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।  জানান, সারা দেশে সতর্কতা জারির পাশাপাশি জিকা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সরকার। মঙ্গরবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জিকা ভাইরাসের সতর্কতা নিয়ে সভা শেষে তিনি এ কথা  জানান। বলেন, জিকা ভাইরাস আক্রান্ত দেশগুলো থেকে আগত লোকজনদের রোগ সনাক্ত করতে বিমানবন্দরসহ আন্তর্জাতিক প্রবেশদ্বারগুলোতে মেডিকেল টিম কাজ করছে। কারো শরীরে ভাইরাস সনাক্ত হলে তার চিকিৎসা দেবে সরকার। এছাড়া জিকা ভাইরাস সংক্রমন সংক্রান্ত জাতীয় কর্মকৌশল কর্মপরিকল্পনা প্রনয়ন এবং জরুরি অবস্থা মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতিমুলক পরিকল্পনা  প্রনয়ন করা হয়েছে বলেও জানান স্বাস্থ মন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি