ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

করোনায় মৃত্যু ছাড়ালো সাড়ে ৪১ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ২৩ জুলাই ২০২১

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ফিরতি তাণ্ডব কিছুটা স্তিমিত হওয়ার পর গত তিন দিনে তা আবারও বেড়েছে। টিকা কার্যক্রম চললেও থামছে না মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ৮ হাজার ৭৭২ প্রাণ। যার মধ্যে সর্বোচ্চ ১৪৪৯ জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়, আর ব্রাজিলে মৃত্যু ১৪৪৪। এ সময়ে বিশ্বে শনাক্ত হয়েছে আরও ৫ লাখ ৬৩ হাজার ৬২৮ জন।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৯ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ১৩৮ এবং মৃত্যু ছাড়িয়েছে ৪১ লাখ ৫০ হাজার ৮৫৯ জন। এ পর্যন্ত ভাইরাসটির কবল থেকে ১৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৪১৮ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৯০৬ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৬১ হাজার ৬৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩৬৫ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৫৯৪। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ২৬ হাজার ১৭২ জনের। চিকিৎসাধীন ৫১ লাখ ৯ হাজার ২৪৯ জন।

এর পরের স্থানেই থাকা এশিয়ার জনবহুল দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ থাকলেও তা এখন কমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ঘটেছে ৪৮১ জনের। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৩৪ হাজার ৮৬৫ জন। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ৯১ হাজার ৭০৪ জনে। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫০২ জনের। ৩ কোটি ৪ লাখ ৬০ হাজার ৩০৪ জন সুস্থ হলেও এখনও চিকিৎসাধীন ৪ লাখ ১১ হাজার ৮৯৮ জন।

তালিকার তৃতীয়স্থানে থাকা ল্যাটিন আমেরিকার ফুটবলপ্রিয় দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৪৪ জনের এবং শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৬০৩ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ১৩৪ আর মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৯২। চিকিৎসাধীন ৭ লাখ ১৭ হাজার ২৪৭ জন। 

তালিকায় এরপরেই থাকা রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা ও ইতালিতে সংক্রমণ সংখ্যা ৪০ থেকে ৬০ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে অপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে। সংক্রমণে ১৬ নম্বরে থাকা মেক্সিকোতে মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার। আর ১১ লাখ ৪০ হাজার ২শ সংক্রমণ নিয়ে ২৬ নম্বরে উঠে আসা বাংলাদেশে মৃত্যু ছাড়িয়েছে ১৮ হাজার ৬শ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি