ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

কোরবানির মাংস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত : ০৮:১৯, ২২ জুলাই ২০২১

শাহরিয়ার হোসেন

শাহরিয়ার হোসেন

মিরসরাইয়ের ওসমানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার হোসেন (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার রুকন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাহরিয়ার ওই গ্রামের মো. মুসার ছেলে।

ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ একুশে টেলেভিশন অনলাইনকে জানিয়েছেন, কোরবানির মাংস কাটার সময় স্ট্যান্ড ফ্যান সেটিং করার সময় শর্ট সার্কিটের মাধ্যেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার হোসেন গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি