ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

বাড়ছে সংক্রমণ, একদিনে শনাক্ত ৩৫৭ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ১৬ জুন ২০২২ | আপডেট: ১৯:৪৪, ১৬ জুন ২০২২

দেশে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কেউ মারা না গেলেও শনাক্ত হয়েছেন ৩৫৭ জন। যা আগের দিন বুধবার ছিল ২৩২ জন। 

বৃহস্পতিবার (১৬ জুন ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ৬ হাজার ২২৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২০০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জন।

এ নিয়ে টানা ১৭ দিন এই ভাইরাসে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ। এর আগে গত ৩০ মে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছিল। এরপর স্বাস্থ্য অধিদপ্তর থেকে মৃত্যুর কোনো খবর আসেনি। ফলে দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি