ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

কোভিড: কমেছে শনাক্তের হার, মৃত্যু ১ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ২০ অক্টোবর ২০২২

দেশে এক দিনে আরও ২৪৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, একই সময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে আরও একজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৭৪টি নমুনা পরীক্ষা করে ২৪৩ জন রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। আগের দিন এই হার ৭ দশমিক ১৮ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১১ জনে।

গত ২৪ ঘণ্টায় ৪৬৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

উল্লেখ্য, প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি