ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

নাসিরনগর হুরল বিলে মাছের পোনা অবমুক্ত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৭, ২৪ জুন ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হুরল বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে ভূবন গ্রামের দক্ষিণ পাশে হুরল বিলের মাঠে দেশীয় প্রজাতির মাছের ৭৩০ কেজি পোনা অবমুক্ত করা হয়। 

এ সময় গোকর্ণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস,উপজেলা সমবায় কর্মকর্তা ফারহানা খন্দকার, সহকারী উপজেলা মৎস কর্মকর্তা দেওয়ান নজরুল ইসলাম,সম্প্রসারণ কর্মকর্তা মো.হাফিজ আল আসাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

উপজেলা মৎস্য বিভাগ জানায়, ২০১৯-২০ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি গ্রোগ্রাম ফেজ-২ এর আওতায় উপজেলার উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির অংশ হিসেবে পোনা মাছ অবমুক্ত কার্যক্রম গ্রহণ করা হয়।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি