ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

কসবায় ৩৩০ জনের মধ্যে ভাতা উত্তোলনের বই প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৯, ১২ জুলাই ২০২০ | আপডেট: ২০:৪৫, ১২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌরসভার নয়টি ওয়ার্ডের আরও ৩৩০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীকে ভাতা উত্তোলনের জন্য বই প্রদান করা হয়েছে। রোববার দুপুরে কসবা ইমাম স্কুল মাঠে ভাতা উত্তোলনের জন্য ৩৩০ জনের মাঝে বই বিতরণ করা হয়।
 
কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রধান অতিথি হিসেবে তাদের হাতে ভাতার বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা পৌর কাউন্সিলর রংগু মিয়া, মো. আবু জাহের, মো. এনামুল হক ছোটন, আবু ছায়েদ, হেলাল সরকার, সাইদুল ইসলাম সজিব, জসীম উদ্দিন, পৌর কর্মকর্তা রুস্তম খা,আনিসুল হক, সমুন প্রমুখ।

জানা গেছে,অনুষ্ঠানে কসবা পৌরসভার ৯টি ওযার্ডের ৬৯ জনকে বয়স্কভাতা, ৫৪ জনকে বিধবা ভাতা ও ২০৭ জনকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বই দেয়া হয়।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি