রাজবাড়ীতে পদ্মার পানি বিপদ সীমার উপরে প্রবাহিত
প্রকাশিত : ২২:৫৬, ১৭ জুলাই ২০২০

রাজবাড়ীর পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় ১৫ সে.মি.পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পদ্মানদীর পানি বিপদ সিমার ৯৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানি বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহের কারনে প্লাবিত হয়েছে পদ্মা নদী তীরবর্তী বাঁধের বাইরের নিন্মাঞ্চল। এতে ফসলি জমির ফসল তলিয়ে গেছে,তলিয়ে গেছে রাস্তা ঘাট। দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকট। জনসাধারণের চলাচলে সমস্যা হচ্ছে। কষ্টে জীবন যাপন করছেন নিন্মাঞ্চলে বসবাসরত মানুষ। পর্যাপ্ত পরিমান ত্রাণ পৌঁছায়নি বানভাসিদের কাছে।
রাজবাড়ি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানান,প্রতিনিয়ত পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে বানভাসে সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত নদী ভাঙন দেখা যায়নি।
কেআই/
আরও পড়ুন