ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

বন্যার পানিতে সাতাঁর কাটতে গিয়ে ২ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০০:১৮, ২৪ জুলাই ২০২০ | আপডেট: ০০:২০, ২৪ জুলাই ২০২০

শেরপুরে সদর ও শ্রীবরদীতে বন্যার পানিতে সাঁতার কাটতে গিয়ে এক স্কুলছাত্রী ও কিশোর কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) পৃথক এ দু’টি ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শেরপুরে সদরের খাসপাড়া এলাকার জমসেদ আলীর মেয়ে বন্যা বেগম এবং শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া এলাকার আবু শামার ছেলে আলী আকবর। বন্যা চরশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী এবং আলী আকবর পেশায় কাঠমিস্ত্রী ছিলো। এ নিয়ে গত ৪ দিনে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে শেরপুরে চারজনের মৃত্যু হল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির চারদিকে পানি উঠায় কলার ভেলায় করে কয়েকজন বান্ধুবির সাথে বিকাল ৪টার দিকে বন্যার পানিতে সাঁতার কাটতে যায় স্কুলছাত্রী বন্যা বেগম। কিন্তু আকস্মিকভাবে কলার ভেলাটি উল্টে তার নীচে চাপা পড়ে বন্যা বেগম। একসময় স্রোতের টানে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
 
দুপুরে শ্রীবরদী পৌর শহরের তাতিহাটি নয়াপাড়া এলাকায় বন্যার পানিতে টইটুম্বুর মিরকি বিলে কিশোর কাঠমিস্ত্রী আলী আলকবরসহ একদল যুবক সাঁতার কাটতে যায়। এসময় সবার অজান্তে বিলের পানিতে তলিয়ে আলী আকবরের মৃত্যু হয়।
কেআই/ 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি