ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

সন্দ্বীপে বিদ্যুতের মিটার দালাল-কর্মচারীর হাতে জিম্মি

মিজানুর রহমান টিটু, সন্দ্বীপ

প্রকাশিত : ১৮:০৬, ২৪ জুলাই ২০২০ | আপডেট: ১৮:১৫, ২৪ জুলাই ২০২০

সন্দ্বীপ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রীডে বিদ্যুৎ আসলেও মিটার সংযোগ পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। এমনটাই অভিযোগ করছেন সন্দ্বীপের ভুক্তভোগী জনসাধারণ। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়মানুসারে বাসা বাড়ীতে মিটার সংযোগ স্থাপনের জন্য দুই কিলোওয়াটে ব্যাংক ড্রাফট ১৬৭০ টাকা এবং মিটার ক্রয় বাবদ ১২০০ টাকা সহ সর্বমোট ২৮৭০ টাকা খরচ হওয়ার কথা থাকলেও মিটার সংযোগ পেতে গ্রাহকদের গুনতে হচ্ছে ৫/৭ হাজার টাকা। একটি সক্রিয় দালাল চক্রের মাধ্যমে মিটার সংযোগ নেয়ার জন্য বাধ্য করা হচ্ছে গ্রাহকদের। দালাল চক্রের মাধ্যমে মিটারের জন্য আবেদন না করে অফিসে গিয়ে আবেদন করলে মাসের পর মাস অপেক্ষা করতে হয় গ্রাহকদের। কিন্তু দালালচক্রের মাধ্যমে কাজ করালে ২/৩ দিনের মধ্যে মিটার সংযোগ পেয়ে যায় গ্রাহকরা।

মাইটভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা রাহেনা বেগম জানান, ‘‘আমি আবাসিক প্রকৌশলী ইব্রাহিম খলিলের কাছে সাধারণ নিয়মে আবেদন করতে যায়। কিন্তু তিনি আমাকে অফিসিয়াল কার্যক্রম স্থগিতের কথা বলেন। পরবর্তীতে আজমানের মাধ্যমে এক দিনে মিটার সংযোগ স্থাপন করি। আমার কাছ থেকে সে সর্বমোট ৫ হাজার টাকা নেয়।’’

নুর হোসেন নামে আরেক গ্রাহক অভিযোগ করে বলেন, ‘‘আমি আবাসিক প্রকৌশলীর অফিসে গিয়েও মিটার সংযোগ স্থাপন করতে পারিনি। তবে আবাসিক প্রকৌশলী কার্যালয়ের ইলেক্ট্রেশিয়ান কফিলের মাধ্যমে ৫ হাজার টাকায় দ্রুত মিটার সংযোগ স্থাপন করি।’’

অভিযুক্ত আবাসিক প্রকৌশলী কার্যালয়ের ইলেক্ট্রেশিয়ান কফিলের সাথে কথা হলে তিনি বলেন, ‘‘মিটার সংযোগ স্থাপনের জন্যে প্রতি মিটার বাবদ ৫ হাজার টাকা অফিস থেকে ধার্য্য করা হয়েছে। পূর্বে মিটার সংযোগ স্থাপনের জন্য নেয়া হত ৬ হাজার টাকা।

এ বিষয়ে আবাসিক প্রকৌশলী ইব্রাহিম খলিল এর সাথে কথা বললে তিনি জানান, ‘‘আজমান আমার অফিসের কেউ না, তবে তার বিরুদ্ধে অনেক মৌখিক অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগ পেলে আমি তার বিরুদ্ধে থানায় মামলা করব। কফিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কফিল আমার অফিসের ইলেক্ট্রেশিয়ান। তার বিরুদ্ধেও লিখিত অভিযোগ পেলে আমি ব্যবস্থা নিব।’’ 
    
দীর্ঘদিনের জাতীয় গ্রীডে বিদ্যুতের স্বপ্ন বর্তমান সরকার পূরণ করলেও দালাল চক্রের হাতে জিম্মি এ দ্বীপের মানুষ। এসব দালাল চক্রের হাত থেকে মুক্তি চাই সন্দ্বীপবাসী।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি