ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

জনপ্রতিনিধিদের সর্বস্তরে ন্যায় প্রতিষ্ঠার আহ্বান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৩, ২৮ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

জনপ্রতিনিধিদেরকে সমাজের সর্বস্তরে ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। 

সোমবার (২৭ জুলাই) কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম এনায়েত উল্লাহ এফসিএর জানাজা নামাজে অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন। 

তাজুল ইসলাম বলেন, ‘আগামী প্রজন্মের জন্য সবাইকে স্ব স্ব অবস্থানে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তাদের জন্য সুন্দর, ন্যায়পরায়ণ ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা রেখে যেতে হবে।’

এ সময় জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।
এআই/এসএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি