ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

৫ আগস্ট বন্ধ থাকবে উচ্চ আদালত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ২৯ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। দিনটি সরকারিভাবে সাধারণ ছুটির তালিকায় যুক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে এবং ওই দিন সাধারণ ছুটি থাকবে। সেই অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল ও হাইকোর্ট) ওই দিন বন্ধ থাকবে।

উল্লেখ্য, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ৫ আগস্টকে সরকার প্রথমবারের মতো জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি