ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

সোনাগাজীতে মসজিদের পুকুরে যুবকের অর্ধগলিত লাশ 

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৬, ২৮ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার মসজিদের পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ফজরের নামাজের সময় মুসল্লিরা অযু করতে এসে লাশটি ভাসতে দেখে ইউপি চেয়ারম্যানকে জানায়। বগাদানা ইউপি চেয়ারম্যান ইছহাক খোকন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল পলাশ জানান, ‘সকালে খবর পেয়ে পুলিশের টিম পাঠাই। তারা তাকিয়া বাজারের মসজিদের পুকুর থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। এখনও পরিচয় মিলেনি। তবে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি