ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
প্রকাশিত : ২২:৫৫, ২৯ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছেন সরাইল উপজেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মী।
বুধবার সকালে এই অবরোধ চলাকালে দেড়ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ সময় বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে পুলিশ ও সরাইল থানা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাকে গত মঙ্গলবার বিকালে মাদকসহ আটক করে সরাইল থানা পুলিশ,জানা যায় সেসময় কর্তব্যরত পুলিশ অফিসারের সাথে বাকবিতণ্ডায় জড়ায় তিনি।
এ বিষয়ে সরাইল থানা ওসি আল মাহমুদ মো. নাজমুল আহম্মদ বলেন, ৬ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ওসি কে.এম.মনিরুজ্জামান বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কেআই/
আরও পড়ুন