ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

মুজিববর্ষ উপলক্ষে বাঁশবাড়িয়া বেড়িবাঁধে বৃক্ষরোপন কর্মসূচি

এম হেদায়েত, সীতাকুণ্ড 

প্রকাশিত : ২৩:৩৯, ২৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে সোয়া দুই কি.মি দীর্ঘ বেড়িবাঁধ এলাকায় ৫ হাজার বৃক্ষরোপন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় আকিলপুর, জমাদারপাড়া-বোয়ালিয়াকূলের পুনঃসংস্কারকৃত বেড়িবাঁধে বৃক্ষরোপণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এম.ডি.ই আনিছ হায়দার খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, ইউনিয়ন পরিষদ সচিব দিদারুল আলম, ইউপি সদস্য মো. রাশেদ, আলমগীর, মো. হাসান, মো. শফিউল আলম, মহিলা সদস্য নুরনাহার বেগম, আওয়ামী লীগ নেতা আরশাদ মাহমুদ, কামরুজ্জামান, জিকু, পেয়ার আহমদ, নুরনবী, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, সেলিম মজিদ, নুর উদ্দিন জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন চৌধুরী, আশরাফ, ফারুক, তুহিন, রানা, হাসান, নাজমুল, মুন্না প্রমুখ।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি