ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

রাজবাড়ীতে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

রাজবাড়ী জেলার মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাজবাড়ী সদর উপজেলা মসজিদের বৃহত্তর ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

জামাত শুরুর আগে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খান সামাজিক দূরত্ব রক্ষা করে ঈদ জামাতে অংশ গ্রহণ এবং পশু কোরবানি করতে আগত মুসল্লিদের অনুরোধ জানান।

পরে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মেদের ইমামতি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
একইভাবে জেলা সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলার মসজিদগুলোতেও সামাজিক দূরত্ব মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি