ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

ঈদের দিন ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু  

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৪১, ১ আগস্ট ২০২০ | আপডেট: ১৮:৪৩, ১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ঈদ আনন্দে ঘুরতে বেরিয়ে নড়াইলের কালিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাব্বির মুন্সী নামে (২০) এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর বন্ধু ইসমাঈল শেখ (১৯)। 

আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামের ইসানুর মুন্সীর ছেলে। তারা ঈদুল আযহার নামাজ শেষে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ছিলেন। 

কালিয়া পৌরসভার কাউন্সিলর সাংবাদিক শেখ ফসিয়ার রহমান জানান, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সাব্বির ও ইসমাঈলকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সাব্বিরের মৃত্যু হয়। গুরুতর আহত রামনগর গ্রামের বিপ্লব শেখের ছেলে ইসমাঈলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সাব্বিরের বাবা ইসানুর মুন্সী কালিয়া সরকারি পাইলট স্কুলের নৈশপ্রহরী। হতাহতের ঘটনায় তাদের পরিবার-পরিজনের মাঝে ঈদ আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।’

এআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি