ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

আড়াইহাজারে দু`গ্রুপের সংঘর্ষে একজনকে পিটিয়ে হত্যা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৫, ৬ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:৩০, ৬ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আনোয়ার হোসেন নামে একজন পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৫ জন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাদিরদিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই এলাকার আবেদ আলীর ছেলে। 

নিহতের বড় ভাই আলী হোসেন জানান, ‘৫নং ওয়ার্ডের মেম্বার হানিফের সঙ্গে তার ভাই ওয়ার্ড যুবলীগের সভাপতি জাফরের সঙ্গে রাজনৈতিক বিরোধ রয়েছে। এরই জের ধরে গতরাতে হানিফ তার লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাংচূর ও লুটপাট করে। পরে দ্বিতীয় দফায় ফের সকালে হামলা চালায়। এ সময় বাড়ির লোকজন বাইরে ছিল। বাড়িতে থাকা কয়েক জনকে মারধর করে এবং তার ভাই আনোয়ারকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আড়াইহাজার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে একজনকে পিটিয়ে আহত করলে পরে তিনি হাসপাতালে মারা যান। ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার সাথে জরিতদের গ্রেফাতারে অভিযান চলছে।’

এআই/এমবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি