ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

গোপালগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২০

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মো. জুয়েল রানা জানান, একটি মোটরসাইকেলে করে ওই ৩ আরোহী মুকসুদপুর কলেজ মোড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহতরা হলেন-মুকসুদপুরের গোপিনাথপুর গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে ও মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন ঠাকুর (২২), একই উপজেলার চন্ডিবর্দি গ্রামের আনোয়ার সরদারের ছেলে ফয়সাল সরদার (৩০) এবং সুফি শেখের ছেলে লিয়াকত শেখ (৩২)।

দুর্ঘটনাস্থলেই ফয়সাল নিহত হন, আরেক আরোহী আল-আমিন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য আরোহী লিয়াকত শেখ আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি