ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

হিলিতে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৮, ২৭ জুন ২০২১

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে পুকুড়ের পানিতে ডুবে স্বর্না আকতার (১২) নামের ৬ষ্ট শ্রেণির পড়ুয়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে হিলির দক্ষিনবাসুদেবপুর গ্রামের জিলাপিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত স্বর্না আকতার ওই গ্রামের এরশাদ আলীর মেয়ে। 

হাকিমপুর থানার এসআই বেলাল হোসেন জানান, আজ দুপুরে স্বর্না তার একবোন ও ভাইকে সাথে নিয়ে তাদের বাড়ির পার্শ্বে পুকুরপাড় দিয়ে হাটছিলেন। এসময় পা পিছলে স্বর্না ও তার ফুফাতো বোন পুকুড়ের পানিতে পড়ে যায়। এসময় পুকুড়ের পাড়ে থাকা তার সমবয়সি ভাই পানিতে ঝাপ দেয় তাদের উদ্ধারের জন্য। কিন্তু তারা তিনজনেই সাঁতার জানতো না। এ সময় কোনরকমে সে তার ফুফাতো বোনকে টেনে তুলতে পারলেও তার বোন স্বর্নাকে টেনে তুলতে পারেনি। 

এসময় সে চিৎকার করে স্থানীয়রা এগিয়ে এসে পুকুর থেকে স্বর্নাকে উদ্ধার করে দ্রুত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি