পাবনায় পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ
প্রকাশিত : ০০:০৪, ২৯ জুন ২০২১

অবশেষে পাবনায় পিসিআর ল্যাব স্থাপনের জন্য 'পাবনা ফাউন্ডেশন' দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেছে। এরই ফলশ্রুতিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য পাবনার বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে ফাউন্ডেশন পক্ষ থেকে।
সুত্র জানায়, কোভিড-১৯ মহামারীর থেকে দেশের প্রান্তিক মানুষকে বাঁচাতে সরকার পাবনা মেডিকেল কলেজে একটি পিসিআর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেয়। কিন্তু এর আনুসঙ্গিক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ 'বায়োসেফটি কেবিনেট টু' স্বাস্থ্য মন্ত্রণালয়ে মজুদ না থাকায় তা বসাতে বিলম্ব হচ্ছিল। পিসিআর মেশিনের দাবিতে অন্তত ১০ বার শহরের মানুষজন নানা সংগঠনের ব্যানারে মানববন্ধন করে।
সম্প্রতি পাবনা ফাউন্ডেশনের সভাপতি ও দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু এবং সাধারণ সম্পাদক রেল সচিব মো. সেলিম রেজা সংগঠনের পক্ষ থেকে এই 'বায়োসেফটি কেবিনেট টু' প্রদানের জন্য প্রতিশ্রুতি দেন।
তারই পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. বুলবুল হোসেনের কাছে বায়োসেফটি কেবিনেট টু হস্তান্তর করা হয়।
এছাড়া এ সংক্রান্ত পাবনা ফাউন্ডেশনের চিঠি পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর কাছে বায়োসেফটি কেবিনেট টু বিষয়ক চিঠি হস্তান্তর করা হয়।
পাবনা ফাউন্ডেশনের সহ-সভাপতি ও পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও দফতর সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ভুইয়া ফাউন্ডেশনের পক্ষে এসব সরঞ্জাম সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন। পাবনার বিভিন্ন সংগঠন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
কেআই//
আরও পড়ুন