ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

হরিপুরে পুকুরের পানি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ০১:০০, ৩০ জুন ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা গ্রামের মৃত মহর আলীর ছেলে জহির উদ্দিন (৬৫) এর লাশ স্থানীয় একটি পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম বর্ষা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও থানা পুলিশ জানায়, জহির উদ্দিন মঙ্গলবার ভোরে নিজ বাড়ির শয়ন ঘর থেকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য  মসজিদে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। এরপর বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পায়নি। ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশে চাপধা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় জহির উদ্দীনের লাশ দেখতে পায়। পরে বিষয়টি হরিপুর থানায় জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম আরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জহির উদ্দীনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং তাঁর মৃত্যুর বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত রির্পোট ছাড়া তাঁর মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি