ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

খুলনার চার হাসপাতালে প্রাণ গেল আরও ১৭ জনের

খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৭, ৫ জুলাই ২০২১ | আপডেট: ১১:০৮, ৫ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

খুলনার চার হাসপাতালে করোনায় প্রাণ গেল আরও ১৭ জনের। তাদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ২ জন, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১ জন মারা যান।

আজ সোমবার (৫ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় এই ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা।       

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, আজ ৫ জুলাই সকাল পর্যন্ত হাসপাতালে ১৮৭ জন রোগী রয়েছে। রেড জোনে ১১৭ জন, ইয়োলো জোনে ৩০, আইসিইউতে ২০ ও এইচডিইউতে ২০ জন রয়েছেন। নতুন করে ভর্তি হয়েছেন ৩৬ জন। ছাড়পত্র নিয়েছেন ৪৫ জন। আর এ হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা যান।

আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, বর্তমানে ৬৩ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। রোগীদের মধ্যে পুরুষ ৩৪ ও মহিলা ২৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ২ জন। 

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বলেন, গতকাল পর্যন্ত হাসপাতালে ১১৯ জন ভর্তি ছিলেন। নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৭ জন। ছাড়পত্র নিয়েছেন ১৯ জন। আইসিইউতে আছে ৯ জন ও এইচডিইউতে আছে ৮ জন। আর গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে মারা গেছেন ৪ জন। 

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের মুখপাত্র ডা: প্রকাশ চন্দ্র দেবনাথ বলেন, ৪১ জন ভর্তি নিয়ে চিকিৎসা নিচ্ছেন। পুরুষ ১৮ ও মহিলা ১৩ জন। আইসিইউতে আছে ১০ জন এবং মারা গেছেন ১ জন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি