ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

কুড়িগ্রামে লকডাউন অমান্য করায় ৭ জনকে কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৯, ৬ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনেও করোনা সংক্রমণ বেড়ে গেলেও কোনভাবেই মানুষজন ঘরে থাকছেন না কিংবা মানছেন না স্বাস্থ্যবিধি। বিভিন্ন অজুহাতে মোটরবাইকসহ বের হয়ে রাস্তা ও হাটবাজারে গণজমায়েত হচ্ছেন অনেকেই। 

লকডাউনে ব্যারিকেড ভেঙে অনেককেই পার হতে দেখা যায়। প্রতিরোধে প্রতিদিন জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নির্দেশে অনেককে জরিমানা গুনতে হলেও তা থামছে না কিংবা আসছেনা কোন সচেতনতা। সরকারের আইন প্রয়োগে সোমবার দিন ব্যাপি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ৪টি টিমের নেতৃত্বে পুলিশ ও বিজিবিকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান পাট চালু রাখার অপরাধে ৩টি দোকানকে সিলগালা করা হয়, ৭ জনকে কারাদণ্ড প্রদান এবং অটোরিক্সা চালক ও মোটরসাইকেল আরোহীসহ অন্যান্যদের নামে ১১৭টি মামলা ও ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান জানান, করোনা সংক্রমণ রোধে সরকারি প্রজ্ঞাপন অনুসারে জেলা প্রশাসনের উদ্যোগে মানুষকে ঘরে রাখতে, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে এ অভিযান অব্যাহত থাকবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি