ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

জয়পুরহাট হাসপাতালকে ৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৮, ১৮ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেছে জয়পুরহাট জেলা পরিষদ।

রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে আধুনিক জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারক জুয়েলের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। 

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, করোনা আক্রান্ত রোগীর জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি দেশের সবাই কোভিডের ভয়াবহতা মোকাবিলায় এগিয়ে আসা উচিত।
 
এসময় সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, জেলা পরিষদের প্রধান নির্বহী কর্মকর্তা আবুল হায়াত মোহাম্মদ রফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল উপস্থিত ছিলেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি