ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪৯, ২৮ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাশিপুর এলাকায় “সমলয়” পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে রোপা আমন ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, রাণীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ জাহিদ ইকবাল, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান সেফালী বেগম প্রমুখ।

আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে মাঠে রোপা আমন ধানের চারা রোপণ করার পদ্ধতি পর্যবেক্ষণ করেন। সেখানে উপস্থিত কৃষকদের এই পদ্ধতিতে রোপা আমনসহ চারা রোপনের জন্য উৎসাহিত করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি