সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে খাবার বিতরণ
প্রকাশিত : ১৬:৫৯, ৩১ জুলাই ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা যুবলীগের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রমে অংশ নেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সহ-সভাপতি অভিজিত রায় রিংকু, আব্দুস শহিদ বাবু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রতন, উপ-প্রচার সম্পাদক অনিরুদ্ধ গুহ ঠাকুরতা, সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদসহ আরও অনেকে।
সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন,করোনা মোকাবেলায় যুবলীগ অসহায় ও দুস্থদের পাশে ছিল, আছে এবং থাকবে। সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে শহরের আরও বেশ কয়েকটি এলাকায় বিতরণ করা হবে।
কেআই//
আরও পড়ুন