ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা পেল নওগাঁর ২০০ পরিবার  

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ৩১ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁয় নিন্ম আয়ের ২০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ডাল, তেল, লবণ ও সাবান। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার কামরুল আহসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  মাহমুদ আকতার প্রমুখ বক্তব্য রাখেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি