ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

জীবননগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৬, ২ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবু সুলতান (৪৮)। আজ সোমবার দুপুরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামের ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত আবু সুলতান হরিপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসীরা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পার্শ্ববর্তী পাঠানগাড়ি মাঠে নিজের ধানের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন আবু সুলতান। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বজ্রপাতে আবু সুলতানের মৃত্যুর ঘটনা শুনেছি। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি