ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৫, ২ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও জেলার হরিপুরে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগে আক্রান্ত এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃতের নাম মোজাফ্ফর হোসেন (৪৮)। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতাউর রহমান এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মোজাফ্ফর হোসেন হরিপুর উপজেলার তোররা  গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে এবং তোররা মহিলা মাদ্রাসার শিক্ষক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার হরিপুর সদর ইউনিয়নের পূর্ব তোররা গ্রামে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ এসএম আওরঙ্গজের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোজাফ্ফর হোসেন একজন মৃগী রোগী ছিলেন। অসাবধানতার কারণে পুকুরের পানিতে পড়ে গিয়ে মারা যায়। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি