ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বিএটি’র উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে টিকা নিবন্ধন বুথ চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ৬ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

দেশের বেশ কয়েকটি অঞ্চলে কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন বুথ চালু করেছে বিএটি বাংলাদেশ। করোনা ভাইরাসের টিকা গ্রহণে গ্রামীণ জনপদের মানুষকে উৎসাহ প্রদানে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। 

এই উদ্যোগের ফলে বিএটি বাংলাদেশ সংশ্লিষ্ট কৃষক, রিটেইলার ও মাঠপর্যায়ের কর্মীগণ এসব বুথে গিয়ে করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। 

গত ৪ আগস্ট টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়াস্থ জেলা সদর রোডের আবহাওয়া অফিস মোড়ে অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিমিটেড টাঙ্গাইল বিএটি বাংলাদেশের পক্ষ থেকে টিকা নিবন্ধনের এই সেবা দিয়ে যাচ্ছে। টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর এই কার্যক্রমের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদিব লুনা। এ সময় অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিমিটেড টাঙ্গাইল এর বিজনেস ম্যানেজার মোঃ বেনজির কবীর এবং সিকিউরিটি এন্ড পাবলিক রিলেশনস ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। 

এদিকে কক্সবাজারে বিএটি বাংলাদেশের পক্ষ থেকে করোনা টিকা নিবন্ধনের কাজ চলছে। বিএটি বাংলাদেশের কক্সবাজার জেলার পরিবেশক আমিনুল ইসলামের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

অন্যদিকে, বিএটি বাংলাদেশ পার্বত্য জেলা বান্দরবনের আলিকদম, লামা ও চকরিয়াতে স্থানীয় কৃষকদের মাঝে টিকা কার্যক্রম নিশ্চিত করেছে। এ কার্যক্রমের অধীনে এখন পর্যন্ত ছয় শতাধিক মানুষের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে  যা উক্ত এলাকার সম্পূর্ন জনগোষ্ঠী কে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা পর্যন্ত চলমান থাকবে। 

বিএটি বাংলাদেশের তত্ত্বাবধানে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে ঢাকা, কুষ্টিয়াসহ অন্যান্য জেলাতেও। 

রাজধানীতে বিএটি বাংলাদেশের সহযোগিতায় নিয়োজিত ব্যক্তিবর্গ এবং রিটেইলারদের টিকাদান নিশ্চিত করতে নিবন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সেলস ম্যানেজার এবং সেলস সুপারভাইজাররা এই দায়িত্ব পালন করছেন। 

সম্মিলিতভাবে এখন পর্যন্ত বিএটি বাংলাদেশের পনের হাজার মাঠকর্মী টিকা রেজিস্ট্রেশনের আওতায় এসেছে। 

বিএটি বাংলাদেশ সরকারের টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম সফলভাবে নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি তার অধীনস্থ কর্মী এবং সন্মানিত ব্যবসায়িক সহযোগীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি