ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকা ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ৪ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে ভাসা একটি ফিশিং বোটের ১৭ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। 

কুতুবদিয়া থেকে ৫ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় ‘তামান্না মুন্সী-৪’ নামের ফিশিং বোট থেকে তাদের উদ্ধার করা হয়।

বুধবার সকালে উদ্ধারকৃতদের তাদের বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গত ১ আগস্ট ১৭ জন জেলে ফিশিং বোট নিয়ে মাছ ধরতে সমুদ্রে যায়। গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তিন দিন ভাসমান থাকার পর মঙ্গলবার তারা মোবাইল নেটওয়ার্ক পান। তখন বোটের মাস্টার জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জানান। জরুরি সেবা থেকে নৌবাহিনীকে জানানো হলে উদ্ধারকারী জাহাজ ‘অনুসন্ধান’ গিয়ে তাদের উদ্ধার করে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদেরকে বুধবার সকালে বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া বানৌজা অনুসন্ধান ফিশিং বোটটিকে টেনে কুতুবদিয়া চ্যানেলের কাছে নিয়ে আসে।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি