ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফারাবি ধ্রুবর প্রথম একক অ্যালবাম ‘দোলনচাঁপা ঘুম’ প্রকাশিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৪০, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধু তৈসিফর রহমান ইমের সঙ্গীতায়জনে সঙ্গীতশিল্পী ফারাবি ধ্রুব তার প্রথম একক অ্যালবাম 'দোলনচাঁপা ঘুম' প্রকাশ করেছেন। 

সম্প্রতি মগ আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যালবামটি আনুষ্ঠানিক মুক্তি পায়।

২০১৯ সাল থেকে বন্ধু তৈসিফর রহমান ইমের সঙ্গে নিজের লেখা ও সুর নিয়ে কাজ শুরু করেন ফারাবি। এ যাত্রায় যুক্ত হন জায়েদ আকরাম শীতল। তার লেখা গান 'ইশ', 'মোহনা' ও 'দোলনচাঁপা ঘুম'র সুর করার মধ্য দিয়েই ফারাবির সংগীতজগতে পদচারণা শুরু। 

২০২২ সালে তার প্রকাশিত 'ইশ' গানটি ব্যাপক সাড়া ফেলে।

২০২৩ সালে পড়াশোনার জন্য ফারাবি চেক প্রজাতন্ত্রের প্রাগে পাড়ি জমান এবং মাসারিকোভা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। সেই সময় থেকেই বন্ধু ইমের সঙ্গে একযোগে তার নিজের লেখা গান 'আলাদা মানুষ', 'লাবনী' এবং 'কারণ'-এর সুর ও মিক্সিংয়ের কাজ করেন।

অবশেষে, দীর্ঘ সময়ের সাধনা ও যাত্রার ফলাফল হিসেবে প্রকাশিত হলো ফারাবি ধ্রুবর প্রথম একক অ্যালবাম 'দোলনচাঁপা ঘুম'। যা তাকে সঙ্গীতাঙ্গনে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন শ্রোতারা।

ইউটিউব, ফেসবুক, স্পটিফাই সহ ১০০+ স্ট্রিমিং প্ল্যাটফর্মে গ্লোবালওয়াইড পাওয়া যাচ্ছে সবগুলো গান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি