ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

হিলি চেকপোষ্ট দিয়ে যাত্রীদের আগমন-বহিগর্মনের শর্ত শিথিল

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৯, ১৭ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশের মধ্যে আগমন-বহিগর্মনের ক্ষেত্রে বিরাজমান শর্ত শিথিল করে নির্দেশনা জারি করেছে সরকার। তবে ভারতের কারণে এখন পর্যন্ত এই পথ দিয়ে ভারতে বহিগর্মন পদ্ধতি চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

গতকাল সোমবার সন্ধ্যায় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট কর্তপক্ষের নিকট এই নির্দেশনা আসে। যা আজ মঙ্গলবার থেকেই কার্যকর করা হয়েছে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি মো. সেকেন্দার আলী বলেন, এখন থেকে করোনার দুই ডোজ নেওয়া বাংলাদেশি নাগরিকগণ ভারতে ভ্রমণ, চিকিৎসা, ব্যাবসাসহ বিভিন্ন কাজে ১৪ দিনের বেশি অবস্থান করেন। এর পর সেখান থেকে দেশে ফেরার ৭২ ঘন্টা পুর্বে আরটিপিসিআরে করোনার টেস্টে নেগেটিভ হওয়া সাপেক্ষে ভারতে অবস্থিত বাংলাদেশ হাই-কমিশন থেকে প্রত্যয়নপত্র নিয়ে ওইসব বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে তাদের দেশে প্রবেশের পর আগে যেমন ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হতো এখন থেকে সেটি আর লাগবে না। এখন থেকে তারা এর পরিবর্তে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকবেন। এ সংক্রান্ত নির্দেশনা গতকাল সন্ধ্যায় আমাদের নিকট এসেছে যা আজ মঙ্গলবার থেকেই কার্যকর করা হয়েছে। এছাড়া ভারতে বহিগর্মনের ক্ষেত্রে আগের নির্দেশনা কিছুটা শিথিল করা হয়েছে। 

এখন থেকে ভারতে যাওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে না, শুধুমাত্র ভিসা আর ৭২ ঘন্টার মধ্যে আরিটিপিসিআর টেস্টে করোনা নেগেটিভ সনদ থাকলেই যাওয়া যাবে। তবে চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের এই পথ দিয়ে আসা চালু থাকলেও এখন পর্যন্ত আমাদের এই পথ দিয়ে ভারতে শুরু হয়নি। ১ জুলাই থেকে হিলিসহ দেশের ৬টি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে বহিগর্মন চালুর কথা বলা হলেও ভারত যাত্রী না নেওয়ায় এখন পর্যন্ত এই পথ দিয়ে ভারতে বহিগর্মন চালু করা সম্ভব হয়নি। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি